টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ০৬ জুলাই, ২০২০

টুঙ্গিপাড়ায় চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় গ্রেফতার ১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার মামলায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে কেড়ালকোপা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক রিয়াজুল কাজী কেড়ালকোপা গ্রামের নান্নু কাজীর ছেলে (২২)। টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।। এদিকে যাকে নিয়ে চিকিৎসক লাঞ্ছিতের ঘটনা সেই করোনা উপসর্গে মৃত্যু বরণকারী কাজী আলমগীরের (৬৫) নমুনার রিপোর্ট পজেটিভ এসেছে। সোমবার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। গত ৪ জুলাই টুঙ্গিপাড়া উপজেলার কেড়ালকোপা গ্রামের ওই বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে স্বজনদের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. অপূর্ব বিশ্বাস তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তির কার্যক্রম শুরু করেন। এরই মধ্যে ওই বৃদ্ধের মৃত্যু হয়। তখন রোগীর স্বজন গাজী তরিকুলসহ ৪/৫ জন দ্বায়িত্বে অবহেলার অভিযোগে এনে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অপূর্ব বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। কর্তব্যরত নার্সদের উপরও তারা চড়াও হন। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দিন বাদী হয়ে গত ৪ জুলাই রাতে টুঙ্গিপাড়া থানায় গাজী তরিকুলের নাম উল্লেখসহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা করেন। এ ঘটনার প্রতিবাদ, বিচার ও প্রধান অভিযুক্ত কাজী তরিকুলসহ অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবিতে টুঙ্গিপাড়া হাসপাতালের চিকিৎসকরা রোববার থেকে বর্হিবিভাগে রোগী দেখা বন্ধ রেখেছেন। তবে করোনা ইউনিট ও জরুরি বিভাগসহ অন্যান্য বিভাগ চালু রেখেছেন।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টুঙ্গিপাড়া,চিকিৎসক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close