গাজীপুর প্রতিনিধি

  ০৬ জুলাই, ২০২০

গাজীপুরে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় বিলের পানিতে ডুবে দুই ছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই তিনজনের লাশ উদ্ধার করেছে।

পানিতে ডুবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর আব্দুস উদ্দিন খোকন।

নিহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি পূর্বপাড়া এলাকার কামরুল ইসলামের ছেলে সাব্বির (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রনি (১৯) এবং কিতাব আলীর ছেলে স্বাধীন (১৮)। রনি এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং স্বাধীন এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বলে জানান কাউন্সিলর।

কাউন্সিলর আব্দুস উদ্দিন খোকন আরও বলেন, দুপুরে নিহত ওই তিনজনহ একই বয়সি ৮/১০ জন বাইমাইল এলাকায় বিলে গোসল করতে যায়। এক পর্যায়ে ওই তিনজন পানিতে ডুবে নিখোঁজ হয়। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া তিনজনের খোঁজে তল্লাশি চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা এবং টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকাল সাড়ে ৫টার দিকে ওই তিনজনের লাশ উদ্ধার করে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পানিতে ডুবে মৃত্যু,গাজীপুর,লাশ উদ্ধার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close