বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ০৫ জুলাই, ২০২০

বেনাপোলে করোনায় গরীবের ডাক্তারের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোরের বেনাপোলের গরীবের ডাক্তার নামে পরিচিত ডা: আমজাদ হোসেন (৬০) মারা গেছেন। শনিবার সন্ধ্যায় ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার ভোররাতে তার মরদেহ বেনাপোল নিয়ে আসা হয়। সকালে তার প্রতিষ্ঠিত রজনী ক্লিনিকের সামনে জানাজা শেষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজায় শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনসহ পরিচিতিরা উপস্থিত ছিলেন।

প্রয়াত চিকিৎসক আমজাদ হোসেন (৬০) বেনাপোলের বেসরকারি হাসপাতাল ‘রজনী ক্লিনিকের’ মালিক। তিনি বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ভবারবেড় গ্রামের বাসিন্দা।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেনাপোল,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close