চট্টগ্রাম ব্যুরো

  ০৫ জুলাই, ২০২০

চিরনিদ্রায় শায়িত বীর প্রতীক শওকত আলী

মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব) শওকত আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রোববার দুপুর ২ টার দিকে দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে গরিব উল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। এর আগে চট্টগ্রাম সেনানিবাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১১ টায়।

২৪ পদাতিক ডিভিশনের মেজর আবু সাঈদ জানান, চট্টগ্রাম সেনানিবাসে ১১টার দিকে ওনার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গার্ড অব অর্নার অনুষ্ঠানে এই বীর প্রতীককে শ্রদ্ধা জানান ২৪ পদাতিক ডিভিশনের জিওসিসহ অনেক সেনা সদস্যরা।

এর আগে, শনিবার বিকেল ৫ টা ৫৫ মিনিটে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৮ বছর বয়সের এই মুক্তিযোদ্ধা। তিনি দীর্ঘদিন হার্ট, লিভার ও কিডনি রোগে ভুগছিলেন। গত ১০ দিন ধরে সিএমএইচে ভর্তি ছিলেন। মেজর (অব.) শওকত আলী স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চিরনিদ্রা,বীর প্রতীক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close