সাতক্ষীরা প্রতিনিধি

  ০৫ জুলাই, ২০২০

সাতক্ষীরায় করোনা আক্রান্তের সঙ্গে সুস্থের সংখ্যাও বাড়ছে

সাতক্ষীরায় দিন দিন করোনা শনাক্ত রোগী যেমন বাড়ছে, তেমনি সুস্থও হচ্ছেন আক্রান্তরা। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা আক্রান্ত ১৯২ জন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৯৩ জন। এছাড়া মারা গেছেন চারজন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনাবিষয়ক মুখপাত্র জয়ন্ত কুমার।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস থেকে জানা গেছে, মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোববার পর্যন্ত মারা গেছেন ২২ জন। ডা. মানস কুমার জানান, মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ ও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫১ জন। বাকি আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশানে রয়েছেন। আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগী দিন দিন বাড়ছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,করোনা আক্রান্ত,শনাক্ত রোগী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close