তানোর (রাজশাহী) প্রতিনিধি

  ০৫ জুলাই, ২০২০

তানোরে আরও ৬ জনের করোনা শনাক্ত

রাজশাহীর তানোরে নতুন করে তিন নারীসহ আরও ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ জন। অন্যদিকে ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শনিবার রাতে নতুন করে শনাক্তের বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন।

এদিকে নতুন করে তিন নারীসহ ৬ জনের করোনা শনাক্তের রিপোর্ট পাওয়ার পরপরই তাদের বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নতুন করে করোনা শনাক্ত হওয়া ওই তিন নারীসহ ছয়জনের গত ২ জুলাই পৃথকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠালে শনিবার রাতে ওই তিন নারীসহ ছয়জনের নমুনার রিপোর্ট পজিটিভ আসে।

নতুন করে করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন তানোর উপজেলার গোল্লাপাড়া এলাকার রাশিদা (৩৭), সাদিকুল ইসলাম (২৫), সোনালী (৩৫), সিন্দুকাই এলাকার রফিকুল ইসলাম (৫৮), মথুরাপুর এলাকার সুলতানা (৫৮) ও কালিগঞ্জ এলাকার আরিফুল হোসেন। এরা সবাই তানোর পৌরশহরের বাসিন্দা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা শনাক্ত,তানোর,নমুনা পরীক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close