নওগাঁ প্রতিনিধি

  ০৪ জুলাই, ২০২০

দুশ্চিন্তায় নওগাঁর ৩১ হাজার খামারি

কোরবানির জন্য লালন-পালন করা প্রায় ২ লাখ ৭২ হাজার গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় নওগাঁর প্রায় ৩১ হাজার খামারি। ঘনিয়ে আসছে ঈদুল আজহা। মুসলিম র্ধমাম্বলীদের বড় উৎসব ঈদুল আজহা মূলত কোরবানির ঈদ নামেই বেশি পরিচিত। ঈদ যত ঘনিয়ে আসছে পশু খামারিদের দুচিন্তা ততই বাড়ছে। প্রতিবছর রোজার ঈদের পরপরই কুরবানির জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গবাদি পশু ক্রয় করে নিয়ে যান। তবে এবার চিত্রটা সম্পূর্ণ উল্টো। কোরবানির ঈদ এগিয়ে এলেও করোনার কারণে রাজধানীসহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা এখনো কেউ যোগাযোগ করেনি এই খামারিদের সাথে। ফলে লোকসানের শঙ্কায় রয়েছেন খামারিরা।

নওগাঁর বেশ কয়েকটি খামারির সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত কোরবানীর ঈদকে সামনে রেখে তারা সারবছর গরু, ছাগল লালন-পালনে লাখ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন। করোনার কারনে এবার পশু গুলো সঠিক মূল্যে বিক্রি করতে না পারলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন। এবার করোনার কারনে কিছুতেই দু:চিন্তা মুক্ত হতে পারছেনা তারা।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, নওগাঁ জেলায় এবার ২ লাখ ৭২হাজার ৫৩টি কোরবানীর পশু প্রস্তুত করা হয়েছে। যা প্রতিবছরের ন্যায় জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, পার্শ্ববর্তী রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়ে থাকে। এবারো তার ব্যতিক্রম হবেনা বলে আশাবাদী প্রাণিসম্পদ বিভাগ।

নওগাঁর দুবলহাটি গ্রামের খামারি বেনজির আহম্মেদ পলাশ এবারে ২৫টি ষাঁড় গরু প্রস্তুত করেছেন কুরবানীর জন্য। যার বাজার মূল্য ধরা হয়েছে ৮০হাজার থেকে ১লাখ টাকা পর্যন্ত। তিনি দীর্ঘ আঠারো বছর ধরে গরু মোটাতাজা করণের খামার করছেন। অন্যান্য বছর রোজার ঈদের পরেই দেশের বিভিন্ন স্থানের পাইকাররা তার খামার থেকে গরু নিয়ে যান। কিন্তু এবছর করোনার কারনে তার সাথে যোগাযোগ করেনি কেউ। ফলে কিছুটা শঙ্কাগ্রস্থ হয়ে পড়েছেন তিনি। একই গ্রামের আরেক খমারি রবিউল ইসলাম বাবুল বলেন, করোনার কারনে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। করোনার কারনে বাজারে ক্রেতা মিলবে কিনা বা সঠিক দাম পাবে কিনা তা নিয়ে চিন্তিত তিনি।

সদরের মাতাসাগর গ্রামরে খামারি আব্দুল মজিদ এবছর কুরবানীর জন্য লালন-পালন করা ২৭টি গরু নিয়ে হতাশায় ভুগছেন। কুরবানীর হাটে ঠিকমত গরুগুলো নিতে পারবেন কিনা? ক্রেতা মিলবে কিনা বা নায্য মূল্য পাবেন কিনা তা নিয়ে চিন্তিত তিনি। সারা বছর গরু লালন-পালন করতে যে পরিমানে ব্যায় করেছেন তার খরচটুকু পাবেন কিনা এ নিয়েও চরম হতাশায় রয়েছেন। ফলে শুধু কাঙ্খিত দাম নয় বরং লোকসানের শঙ্কায় রয়েছেন বলে জানান তিনি।

জেলা প্রাণিসম্পদের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা: মো: হেলাল উদ্দীন খান বলেন, করোনা পরিস্থিতিতে খামারিদের মাঝে কিছুটা হলেও ভীতি সঞ্চার হয়েছে। তবে খামারিরা যাতে পশু বিক্রয়ের জন্য সঠিকভাবে পরিবহন করতে পারে, যাতে কেউ হয়রানির স্বীকার না হয় এ জন্য আমরা প্রশাসনের সাথে সম্মিলিত চেষ্টা করছি। করোনার জন্য আমারা প্রয়োজনীয় সকল ব্যাস্থা গ্রহন করব। জেলার প্রতিটা পশুর হাটে এবার সমাজিক দুরত্ব বজায় রেখে পশু ক্রয় বিক্রয়ের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

তবে যেখানে রাস্তা ঘাট, গণপরিবহ ও শপিংমল গুলোতেই মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি সেখানে পশুর হাটে কি করে সামাজিক দুরত্ব বজায় থাকবে এমন প্রশ্ন সচেতন মহলের?

এ নিয়ে সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডিএম আবদুল বারী বলেন, কুরবানীর ঈদ উপলক্ষে পশুর হাট নয় বরং সেটি “করোনার হাট” বসবে। যদি পশুর প্রকার ভেদে আলাদাভাবে হাট বসানো হয় এবং মিনিমাম ৬ফিট দুরত্ব বজায় রাখা হয় তাহলে হয়ত কিছুটা স্বস্তি মিলবে। তবে প্রশাসন যদি কড়া নজরদারী না করে আর হাট ইজারাদাররা সচেতন না হয় এবং হাটে যদি স্বাস্থ্যবিধি না মানা হয় তবে করোনা আরো মহামারি আকার ধারন করবে বলে মন্তব্য করেন তিনি।

বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ কমছেনা কিছুতেই বরং বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে করোনার প্রকোপ। করোনার কারনে পশুর হাট বসবে কিনা? হাট বসলেও ক্রেতা মিলবেন কিনা, ক্রেতা মিললেও দাম সঠিক মিলবে কিনা? এমন হাজারো প্রশ্ন নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে খামারিদের মধ্যে। ফলে লোকসান আতঙ্কে রয়েছেন খামারিরা।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নওগাঁ,খামারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close