লালমনিরহাট প্রতিনিধি

  ০২ জুলাই, ২০২০

লালমনিরহাটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু, আহত ৮

প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আটজন।

বৃহস্পতিবার সকালে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপিতে দুজন ও পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকায় দুজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার খন্দকার আলীর ছেলে জাহেদুল ইসলাম ও একই এলাকার জহির উদ্দিনের ছেলে রাকিব হোসেন মাছ ধরতে গেলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

একই সময় হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউপির কালিবাড়ী দোলায় মাছ মারতে গিয়ে পূর্ব বেজগ্রাম এলাকার রমজান আলীর ছেলে মন্টু মিয়া ও আব্দুল হামিদের ছেলে আতিক মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। এছাড়াও বজ্রপাতে পাটগ্রামের বাচ্চা মিয়া, সফিকুল ইসলামসহ বিভিন্ন এলাকার অন্তত আটজন আহত হয়েছেন।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ও হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লালমনিরহাট,বজ্রপাতে মৃত্যু,পাটগ্রাম,হাতীবান্ধা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close