রংপুর ব্যুরো

  ০২ জুলাই, ২০২০

করোনাকালীন নগরীর বর্জ্য ব্যবস্থাপনার লক্ষে

রসিকের কাছে ওয়ার্ল্ড ভিশনের ৬৫টি ওয়েস্ট বিন হস্তান্তর

করোনাকালীন নগরীর বর্জ্য ব্যবস্থাপনার লক্ষে রংপুর সিটি করপোরেশনের (রসিক) কাছে ওয়েস্ট বিন হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের সামনে রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে এ ওয়েস্ট বিন হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার স্টিফেন হালদার রুভেন, ট্যাকরিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট হান্না হোড় সীমু ও প্রোগ্রাম অফিসার জুলিয়ান বিশ্বাস।

এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে রসিক মেয়র মোস্তফার হাতে ৬৫টি ওয়েস্ট বিন হস্তান্তর করেন তারা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওয়েস্ট বিন,রংপুর সিটি করপোরেশন,বর্জ্য ব্যবস্থাপনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close