তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ০২ জুলাই, ২০২০

তাহিরপুরে বর্ষা এলেই দুর্ভোগ, নৌকায় পারাপার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অতি বৃষ্টি এবং মেঘালয়ের পাহাড়ি ঢলের পানি নিম্নাঞ্চলে প্রবেশ করায় অকাল বন্যা দেখা দিয়েছে।

গত শুক্রবার থেকে টানা বৃষ্টির ফলে উপজেলার নদীগুলো পানিতে ফুঁসে উঠেছে, যার ফলে গ্রামীণ জনপদের কাঁচা রাস্তা তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গৃহবন্দি হয়ে পড়েছেন উপজেলার অর্ধশত গ্রামের কয়েক হাজার মানুষ।

জীবিকার তাগিদে দুর্ভোগ নিয়ে ছোট ছোট ফেরি নৌকা দিয়ে যেতে হচ্ছে হাট-বাজারে। গ্রামের কাঁচা রাস্তা বর্ষার শুরুতে বিশেষ করে আষাঢ় মাসে অতি বৃষ্টির ফলে কাঁদা মাটিতে পিচ্ছিল হয়ে যায়। হাট-বাজারে দুর্ভোগ নিয়ে যেতে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে স্কুল, কলেজ ও মাদ্রাসা ছাত্রছাত্রীদের।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অকাল বন্যা,তাহিরপুর,দুর্ভোগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close