সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ০৭ জুন, ২০২০

সখীপুরে মাদরাসা শিক্ষকের আত্মহত্যা

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে ফাঁসিতে মাওলানা শেখ ফরিদ (৪৫) নামের এক মাদরাসা শিক্ষক আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে উপজেলার বোয়ালী পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শেখ ফরিদ বোয়ালী হামিউস্ সুন্নাহ নূরানী হাফিজিয়া মাদরাসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং নলুয়া আড়ালিয়াপাড়া গ্রামের মৃত ছলিম উল্লাহর ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে বোয়ালী বাজারের চা স্টলে চা পান করে তার নিজ কর্মস্থল বোয়ালী হামিউস্ সুন্নাহ নূরানী হাফিজিয়া মাদরাসায় যান। দুপুর ২টার দিকে স্থানীয় এক দোকানদার ওই মাদরাসার সামনে পানি আনতে গেলে দরজার ফাঁক দিয়ে শিক্ষককে অফিসরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে সখীপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আজিজুল ইসলাম প্রতিদিনের সংবাদকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে তিনি আত্মহত্যার প্রমাণ পান বলে জানান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আত্মহত্যা,সখীপুর,মাদরাসা শিক্ষক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close