কুষ্টিয়া প্রতিনিধি

  ০৬ জুন, ২০২০

করোনা আক্রান্ত কুষ্টিয়ার ডিসি

জেলা জুড়ে ছুটে বেড়ানো করোনা যোদ্ধা কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন করোনা আক্রান্ত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এ খবরের সতত্য নিশ্চিত করেছেন। শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৬৮ টি নমুনা ছিল।

কুষ্টিয়া জেলায় নতুন করে ৭ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। দুইটি নমুনা ফলোআপেও পজিটিভ এসেছে। এর মধ্যে রয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।

নতুন আক্রান্তের মধ্যে কুমারখালী উপজেলার দুই জন, কুষ্টিয়া সদর উপজেলায় ১ জন ও ভেড়ামারা উপজেলাতে ৪ জন।

করোনাভাইরাসের শুরুতেই কুষ্টিয়ার জেলা প্রশাসক দিন-রাত বিভিন্ন জায়গায় ছুটে বেড়িয়েছেন। শুক্রবার থেকে আক্রান্তদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন। প্রত্যেক রোগীর জন্য ১৪ দিনের পরিমানে ৩০ আইটেমের খাবার নিয়ে নিজেই বাড়িতে গিয়ে দিয়ে এসেছেন। জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা আক্রান্ত,কুষ্টিয়া,ডিসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close