reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জুন, ২০২০

কুমেকে দুই দফায় ২ কোটি ২৫ লাখ টাকার বিশেষ বরাদ্দ স্থানীয় সরকারমন্ত্রীর

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আরও ১টি পিসিআর মেশিন এবং প্লাজমা মেশিনের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ(কুমেক) হাসপাতালে কুমিল্লা সিটি কর্পোরেশনের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের নির্দেশনা অনুযায়ী ১ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

বুধবার কুমিল্লা মেডিকেল কলেজে আইসিইউসহ ডেডিকেটেড করোনা হাসপাতাল উদ্বোধনকালে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুরোধে স্থানীয় সরকারমন্ত্রী এই বরাদ্দের ব্যবস্থা করেন।

“বিশেষ বরাদ্দ (মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী)” উপখাত হতে মঞ্জুরীকৃত এ অর্থ দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে পিসিআর মেশিন ও প্লাজমা থেরাপীর জন্য প্রয়োজনীয় মেশিন স্থাপন করা হবে।

ইতোপূর্বে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুরোধে মন্ত্রী মো. তাজুল ইসলাম কুমিল্লা মেডিকেল কলেজে ১০টি আইসিইউ বেডসহ ১৫৫ টি বেডের ডেডিকেটেড করোনা হাসপাতাল এর জন্য ১ কোটি ২৫ লাখ টাকার বিশেষ বরাদ্দ প্রদান করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমেক,স্থানীয় সরকারমন্ত্রী,বিশেষ বরাদ্দ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close