মো. দুলাল মিয়া, নাঙ্গলকোট(কুমিল্লা)

  ০৫ জুন, ২০২০

নাঙ্গলকোটে ডিসির জমিতে প্রবাসীর স্ত্রীর বহুতল ভবন নির্মাণ!

কুমিল্লার নাঙ্গলকোটে ১ নং খতিয়ান অন্তর্ভুক্ত ডিসির জমিতে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করছেন নূর মোহাম্মদ নামের এক প্রবাসীর স্ত্রী আমেনা বেগম। প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণে দেশ যখন লকডাউন রয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে গত এক মাস ধরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের ফুজকরা গ্রামের দক্ষিণ পূর্বপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় ওই ভবন নির্মাণ কাজ চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবাসী নূর মোহাম্মদের স্ত্রী আমেনা বেগম নিজের ১৭ শতক ফসলি জমিসহ সরকারি ৩ শতক জমিতে মাটি ভরাট করে কয়েকটি আর সিসি পিলার তৈরির কাজ করছেন। প্রতিদিন প্রায় ১০-১৫ জন শ্রমিক দিয়ে দ্রুত কাজ করাচ্ছেন। যা ডিসির মালিকানাধীন ১ নং খাতিয়ান ভূক্ত জমি।

এবিষয়ে অভিযুক্ত আমেনা বেগম বলেন, তিনি কোন কথা বলতে রাজি নন। সরকারি জায়গাতে বিল্ডিং দিলে সাংবাদিকদের কি! আমি প্রশাসনকে জানিয়ে কাজ করতেছি।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিল্টন বিশ্বাস বলেন, সরকারি জায়গায় দখল করার কোন সুযোগ নেই। আদ্রা ভূমি অফিসের নায়েবকে পাঠানো হয়েছে ওই জাগয়া দেখার জন্য। জায়গা দখল করলে তাদের ছেড় দিতে হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাঙ্গলকোট,ডিসি,জমি,বহুতল ভবন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close