ঝালকাঠি প্রতিনিধি

  ০৩ জুন, ২০২০

রাজাপুরে আরও ২ জন করোনা আক্রান্ত

ঝালকাঠির রাজাপুরে নতুন করে আরও দুইজনের শরীরে করোনা সংক্রমণ হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত ১২ জন।

বুধবার সকালে তাদের রিপোর্ট আসার পর উপজেলা প্রশাসন উপজেলা স্বাস্থ্য বিভাগকে সাথে নিয়ে থানা পুলিশের সহায়তায় ওই দুটি বাড়িসহ স্থানীয় প্রাইভেট সোহাগ ক্লিনিকের একটি কক্ষ লকডাউন করেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল খায়ের মাহম্মুদ রাসেল বিষয়টি নিশ্চিত করেন জানান, এরা দুজনেই উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা। একজনের বয়স ৩০ বছর, তিনি মনোহরপুর গ্রামের বাসিন্দা হলেও উপজেলা সদরের ডাকবাংলো মোড়ের বাসায় থাকতেন। গত ২৯ মে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। আরেক জনের বয়স ৩৫, তিনি উপজেলা সদরের বাজার রোডের বাসিন্দা। গত ২৬ মে তার নমুনা সংগ্রহ করে এ আইইডিসিআর পাঠানো হয়েছিল। শারীরিকভাবে বেশি অসুস্থ হলে গত ৩১ মে স্থানীয় প্রাইভেট সোহাগ ক্লিনিকে এক রাত থেকে সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় চলে যান। বর্তমানে তারা দুজনেই সুস্থ। একজন বাসায়, অন্যজন স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সোহাগ ক্লিনিকের পরিচালক আহসান হাবিব সোহাগ জানান, করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ক্লিনিকে আলাদা করোনা ইউনিটি রয়েছে। সেখানেই একজনকে চিকিৎসা দেওয়া হয়েছিল।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা আক্রান্ত,রাজাপুর,লকডাউন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close