মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ৩১ মে, ২০২০

মুন্সীগঞ্জে প্রথমদিনেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

সরকারি ছুটি আর না বাড়ানোর কারণে রোববার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে সরকারি- বেসরকারি অফিস। কর্মস্থলে যোগ দিতে মানুষ ছুটে চলছে ঢাকা নারায়ণগঞ্জের দিকে। তবে গণপরিবহন চালু না হওয়ায় বিকল্প পথ হিসেবে নদী পথে লঞ্চে ঢাকা এবং নারায়ণগঞ্জ যাচ্ছে কর্মজীবী মানুষরা ।

অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে ঢাকাগামী লঞ্চে উঠছে ট্রলার দিয়ে। সেখানেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দোকানপাট খুলে যাওয়ায় শহরজুড়ে বেড়ে গেছে গণপরিবহন ও সাধারণ মানুষের উপস্থিতি। ফলে করোনা রোগীর সংখ্যা দিন দিন আরো বাড়তে পারে। এমন শঙ্কায় শঙ্কিত জেলার সাধারণ মানুষ।

এদিকে দক্ষিণবঙ্গের ২৩ জেলার একমাত্র প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া -কাঠালবাড়ী নৌরুটেও ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ফেরিগুলোতে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ যাত্রীরা।। ফেরিতে রাজধানী অভিমুখী মানুষের চাপ দেখা গেছে।

অন্যদিকে মুন্সীগঞ্জ জেলাজুড়ে করোনার বিস্তার বেড়েই চলছে। গত ৪৮ ঘন্টায় মুন্সীগঞ্জ জেলায় নতুন করে ৬ জনসহ ৭০৯ জন করোনা রোগীকে শনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুন্সীগঞ্জ,ঢাকামুখী মানুষ,স্বাস্থ্যবিধি,ফেরি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close