নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ৩১ মে, ২০২০

নবাবগঞ্জে আরও ৮৯ জনের করোনা শনাক্ত

ঢাকার নবাবগঞ্জে ১৯৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮৯ জন রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫২ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, শনিবার রাত ১২টায় পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ৮৯ জন শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

ডা. অনুপ জানান, গত রোব, মঙ্গল ও বৃহস্পতিবার পাঠানো ১৯৫ জনের নমুনা থেকে নতুন ৮৯ জন রোগী শনাক্ত করা হয়েছে। বিভিন্ন বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এদের নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ১৫২ জন। এছাড়া পুরাতন এক রোগীর ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি জানান, সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে ও প্রয়োজনীয় অন্যান্য সকল পদক্ষেপ নেওয়া হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নবাবগঞ্জ,করোনা আক্রান্ত,সংক্রমণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close