ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৯ মে, ২০২০

সরাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা চাল উদ্ধার

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। কার্ডধারী উপকারভোগীরা ডিলারের কাছ থেকে উত্তোলন করে এসব চাল বিক্রি করে দিয়েছিলেন বলে সংশ্লিষ্টরা জানতে পেরেছেন।

সরাইল থানা পুলিশের অরুয়াইল ক্যাম্পের উপপরদির্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, পাকশিমুল গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ঘর থেকে ১১ বস্তা ও তার ভাই আজিজুলের ঘর থেকে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। চালগুলো অন্য একজন কিনে তাদের ঘরে রাখে বলে জানিয়েছেন।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসা জানান, নৌকার শ্রমিক চালগুলো কার্ডধারীদের কাছ থেকে কিনেছে। সে কিশোরগঞ্জের ভৈরবে নিয়ে চাল বিক্রি করে। পুলিশকে বলা হয়েছে, যদি সে গরিব হয় তাহলে তার কাছ থেকে মুচলেকা নেওয়ার জন্য, আর যদি তাকে জরিমানা করার হয় তাহলে সেটা করবো। চালগুলো করোনা দুর্গতদের জন্য ত্রাণ হিসেবে বিতরণ করা হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সরাইল,খাদ্যবান্ধব কর্মসূচি,চাল উদ্ধার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close