পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

  ২৭ মে, ২০২০

পাথরঘাটায় ঝড়ে ১৫ ঘর বিধ্বস্ত

কয়েক মিনিটের ঝড়ে ধ্বংস্তপে পরিণত হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রাম। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঝড়ে একটি গ্রামের প্রায় ১৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা।

জাকির শরীফ ও রানী বেগম নামে দুটি পরিবার ঘরের মধ্যে থাকা শিশুসহ ৪ জন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন। ঘটনার পরই সেখানে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হুমায়ূন কবির। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে খাদ্য সহায়তা দেন। এ সময় নৌ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও হুমায়ূন কবির বলেন, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খুব শিঘ্রই ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা করে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও অন্য সহায়তা দেওয়া হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘর বিধ্বস্ত,পাথরঘাটা,ঝড়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close