শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার

  ২৬ মে, ২০২০

কক্সবাজারে আরও ৩৯ জনের করোনা, মোট আক্রান্ত ৪৫৩

কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে মঙ্গলবার ১৬৪ জনের করোনা টেস্টে ৩৯ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। এরমধ্যে নতুন শনাক্ত ৩৬ জন। ফলোআপ রির্পোট ৩জন। অবশিষ্ট ১২৫ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৩৬ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২০ জন, চকরিয়া উপজেলায় ৯ জন, উখিয়া উপজেলায় ৬ জন এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১ জন। এ নিয়ে কক্সবাজার জেলায় মঙ্গলবার ২৬ মে পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৫৩ জনে। এর মধ্যে ২৯ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে।

এছাড়া আগে থেকেই করোনা আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্টে মঙ্গলবার ২৬ মে উখিয়া উপজেলার ২ জন এবং রোহিঙ্গা শরনার্থী ১জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

আজ পর্যন্ত উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের পরিসংখ্যান হলো, চকরিয়া উপজেলায় ১৪০ জন, কক্সবাজার সদর উপজেলায় ১৩৮ জন, পেকুয়া উপজেলায় ৩৯ জন, মহেশখালী উপজেলায় ২৮ জন, উখিয়া উপজেলায় ৫৩ জন, টেকনাফ উপজেলায় ১৫ জন, রামু উপজেলায় ৮ জন, কুতুবদিয়া উপজেলায় ৩ জন এবং রোহিঙ্গা শরণার্থী ২৯ জন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,করোনা,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close