reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২০

নারায়ণগঞ্জে আরও ১৪৫ জন করোনা আক্রান্ত

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৭০ জন। নতুন করে কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৭২ জন।

মঙ্গলবার সকালে জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২৩৭০ জন। যার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০১৫ জন, সদর উপজেলার ৭৭২ জন, আড়াইহাজারের ৯৮ জন, বন্দরের ৬৮ জন, রূপগঞ্জের ২৩৯ জন ও সোনারগাঁয়ের ১৭৮ জন রয়েছেন। এ জেলায় সুস্থ হয়েছেন ৬৯৪ জন। যার মধ্যে সিটি করপোরেশনের ৪১৯ জন, সদরের ২০৮ জন, আড়াইহাজারের ৩০ জন, বন্দরের ১৩ জন, রূপগঞ্জের ৮ জন ও সোনারগাঁয়ের ২০ জন রয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা আক্রান্ত,নারায়ণগঞ্জ,সংক্রমণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close