খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী

  ২৪ মে, ২০২০

আজও ঘরমুখি মানুষ, উভয় ফেরিঘাটে ভিড় (ভিডিও)

আজ বাদে কাল ঈদ। চলাচল স্বাভাবিক। রাস্তায় পুলিশ চেকপোস্ট নেই। অবাধে চলাচল করছে ঘরমুখি মানুষ। এতে দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ফেরি ঘাটে উপচে পড়া ভিড় দেখা যায়। এসময় কেউ স্বাস্থ্যবিধি মেনে চলছে না। তবে, গণপরিবহন বন্ধ থাকায় অটো, টেম্পু, রিক্সা, প্রাইভেট-মাক্রো এবং মোটরসাইকেলের উপর নির্ভর করে ঘরমুখি হতে হচ্ছে যাত্রীদের।

রোববার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটের পল্টুনে ঘরমুখি মানুষের ভিড় দেখা মেলে। প্রতিটি ফেরিতে পণ্যবাহী ট্রাকের চেয়ে মানুষ বেশি দেখা যায়। গাদাগাদি করে ফেরিতে উঠা নামা করছে এসকল যাত্রীরা। স্বাস্থ্যবিধির কোনও তোয়াক্কা করছে না কেউ। তবে প্রতিটি যাত্রীকে ৪/৫ গুন বেশি টাকা ব্যয় করে গন্তব্যস্থানে যেতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ আবু আব্দুল্লাহু রনি জানান, পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স নদী পারাপার করার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১২টি ছোট বড় ফেরি চলাচল করছে। এই সুযোগে হাজার হাজার যাত্রী নদী পারাপার হচ্ছে। তিনি বলেন, যাত্রী পারাপার করার দায়িত্ব ঘাট ইজারাদারের।

ভিডিও দেখুন ঃ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘরমুখি,ঈদ,ফেরিঘাট,ভিড়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close