কালিহাতি (টাঙ্গাইল) প্রতিনিধি

  ২৪ মে, ২০২০

কালিহাতিতে ডক্টরস সেফটি চেম্বার ও কার্ট উদ্বোধন

টাঙ্গাইলের কালিহাতিতে করোনা সংক্রমণ থেকে চিকিৎসক ও রোগীদের সুরক্ষিত রাখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডক্টরস সেফটি চেম্বার ও কার্ট উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ও আন্তঃবিভাগে ডক্টরস সেফটি চেম্বার ও কার্ট উদ্বোধন করেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

ব্যতিক্রমী এ ডক্টরস সেফটি চেম্বার ও কার্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় তৈরি করা হয়।

সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, করোনা পরিস্থিতিতে আমার উপজেলার জনসাধারণের সুস্থতা নিশ্চিতে সর্বপ্রথম চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। অত্যাধুনিক প্রযুক্তিতে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় এটি তৈরি করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, কালিহাতি থানার ওসি হাসান আল মামুন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কালিহাতি,সেফটি চেম্বার,কার্ট,করোনা থেকে সুরক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close