টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ৩০ এপ্রিল, ২০২০

টঙ্গীতে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পোশাক কারখানা বন্ধ রয়েছে। তবে বিজিএমইএ ও বিকেএমইএ’র সিদ্ধান্ত অনুযায়ী কারখানায় বেতন ভাতা পরিশোধের কথা থাকলেও কারখানা বন্ধ ও শ্রমিক ছাটাইয়ের সংবাদ পেয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ব্রাইট এ্যাপারেলস কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকেই এ দাবি জানিয়ে বিক্ষোভ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনের সড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

শ্রমিকরা জানান, প্রায় এক মাস ধরে ছুটি চলছে। পূর্বে নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ এপ্রিল মাসের বেতন দেবার কথা। কিন্তু সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে দেখেন কারখানা বন্ধ। তাই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা।

কারখানা কর্তৃপক্ষ জানায়, আমরা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করেছি। শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) এস আলম জানান, বেতন পরিশোধ করতে কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রমিক বিক্ষোভ,টঙ্গী,পোশাক কারখানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close