কালিহাতি (টাঙ্গাইল) প্রতিনিধি

  ১৯ এপ্রিল, ২০২০

কালিহাতিতে ওএমএস’র চাল বিক্রি উদ্বোধন

টাঙ্গাইলের কালিহাতিতে কর্মহীনদের মাঝে বিশেষ ওএমএস’র ১০ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। রোববার সকালে উপজেলা সদরের বেতডোবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন—সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, ওসি হাসান আল-মামুন, কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমীন, উপজেলা যুবলীগ সভাপতি নুরুন্নবী সরকার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত হোসেন।

উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ডিজিটাল কিউ আর কার্ডের মাধ্যমে কালিহাতি ও এলেঙ্গা পৌরসভায় দুই হাজার চারশ কর্মহীনের মাঝে মাসে দুইবার ১০ কেজি করে ২০ কেজি চাল ১০ টাকা মূল্যে বিক্রি করা হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কালিহাতি,চাল,ওএমএস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close