বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০২০

ভ্যানচালকের ফোন, খাবার নিয়ে হাজির পৌর মেয়র

দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার লুৎফর শেখ একজন ভ্যানচালক। ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়ে স্ত্রী ও দুই সন্তানসহ চারজনের সংসার চলে। কিন্তু করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলাচল সীমিত করে দিলে সংসারের আয়ের একমাত্র অবলম্বন ভ্যান চালাও বন্ধ হয়ে যায়। খেয়ে না-খেয়ে কষ্টে দিন কাটছিল তাদের।

এই অবস্থায় ঘরে দুদিন ধরে খাবার নেই জানিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুলের ব্যবহৃত মুঠোফোনে শুক্রবার সকাল ১০টার দিকে ফোন দেন ভ্যানচালকের স্ত্রী। মেয়র তাদের নাম ঠিকানা জিজ্ঞেস করে বলেন, ঘরে থাকুন আমি আসছি। ফোন করার ঘণ্টাখানেক পরই খাদ্য সহায়তা নিয়ে হাজির হন।

মেয়র টুটুল বলেন, ভ্যানচালকের স্ত্রী আমার নাম্বারে ফোন করে বলেন, তাদের বাড়িতে দুইদিন ধরে কোনো খাবার নেই। না খেয়ে দিন পার করছেন। এ খবর পেয়ে তিনি নিজেই চাল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ওই বাড়িতে পৌঁছে দিয়েছেন। তার মতে, এতে করে বিত্তবানরা উৎসাহিত হবেন। তারাও হতদরিদ্রদের খাবার বিতরণ করবেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিরামপুর,খাবার,মেয়র
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close