লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৬ এপ্রিল, ২০২০

ঘুরাঘুরি ও বাড়ি নির্মাণ : লোহাগাড়ায় ৫ জনকে জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় করোনাভাইরাস প্রাদুর্ভাবে সরকারি নির্দেশনা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা, ঘুরাঘুরি এবং বাড়ির নির্মাণ কাজ করায় ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।

জানা গেছে, উপজেলার বটতলী মোটরস্টেশনে কাঁচা বাজারের সামনে এইচ সি মেডিকেল হলে দূরত্ব বজায় না রাখায় হাসানকে (৪৫) ৫শ, সালাহ উদ্দিনকে (২৮) ১ হাজার, ঘুরাঘুরি করায় আবদুস সামাদকে ৩শ, চরম্বা কালোয়ারপাড়া এলাকায় ইরফানকে (২২) ১ হাজার টাকা এবং চরম্বা কালোয়ারপাড়া জনসমাগম করে বাড়ির কাজ করায় বাড়ির মালিক সরওয়ার কামালকে (৬৫) ৩ হাজারসহ মোট ৫ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নীলুফা ইয়াসমিন চৌধুরী।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জরিমানা,লোহাগাড়া,ঘুরাঘুরি,বাড়ি নির্মাণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close