টাঙ্গাইল প্রতিনিধি

  ১৫ এপ্রিল, ২০২০

২ গ্রাম লকডাউন, কোয়ারেন্টাইনে ১৫১৬

টাঙ্গাইলে ৯ জন করোনায় আক্রান্ত

টাঙ্গাইলের ১২টি উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে দুজনসহ এ পর্যন্ত নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের একজনের বাড়ি ভূঞাপুর উপজেলার জিগাতলা গ্রামে এবং অপরজনের নাগরপুরের পানান গ্রামে। আক্রান্ত দুজনই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসেছিল।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, জেলায় নতুন ২৭৫ জনসহ ১৫১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেওয়া হয়েছে ৪৩ জনকে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৬১ জন। জেলায় মোট ৩৫০১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। মেয়াদ শেষ হওয়ায় ১৯৮৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, জেলায় মোট ৩৯১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পাঠানো হয় ৭৮ জনের নমুনা। তাদের মধ্য থেকে ভূঞাপুরের জিগাতলা গ্রামের আবু সাইদ ও নাগরপুরের পানান গ্রামের ছাবেত আলীর ছেলে মোহাম্মদ আলী। দুজনসহ মোট ৯ জন করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্ত দুজনের এলাকার দুটি গ্রাম লকডাউন করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনায় আক্রান্ত,টাঙ্গাইল,কোয়ারেন্টাইন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close