আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০২০

আমতলীতে ৩৫ জনের নমুনায় করোনা শনাক্ত হয়নি

বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব জি এম দেলওয়ার হোসেন গত ৯ এপ্রিল করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তার বাড়ির এবং তার সংস্পর্শে আসা ৩৫ জনের নমুনা সংগ্রহ করে বরগুনা স্বাস্থ্য বিভাগ।

গত শনিবার জিএম দেলওয়ার হোসেনের বাড়ি গিয়ে বরগুনার সিভিল সার্জন ডা: হুমায়ুন হাসান শাহিন খান, আমতলী হাসপাতালের টেকনিশিয়ান মো. রিয়াজ হোসেন ও মো. আবুল বাশার তাদের সবার নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠায়।

এদিকে, সোমবার বিকালে বরগুনার সিভিল সার্জন মো.হুমায়ুন হাসান শাহিন খান মুঠোফোনে জানান, জিএম দেলওয়ার হোসেনের নিকটজন ও তার সংস্পর্শে আসা ৩৫ জনের নমুনায় নমুনা করোনাভাইরাস শনাক্ত হয়নি। তবে তাদের সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমতলী,করোনাভাইরাস,করোনা উপসর্গ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close