বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০২০

বেলকুচিতে রাস্তার পাশে ৭ বস্তা চাল!

রাস্তার পাশে চালের বস্তা ফেলে গেল কে— এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিরাজগঞ্জের বেলকুচিবাসীর মনে।

সোমবার দুপুরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের পাশে তিয়াশিয়া গ্রামে রাস্তার পাশ থেকে ৭ বস্তা চাল উদ্ধার করে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

তাদের মতে চালগুলো কেউ আত্নসাতের চেষ্টা করেছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাল চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের যে ঘোষণা দিয়েছেন; তাতে ভয় পেয়ে চালগুলো আত্নসাত করতে না পেরে ফেলে গেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বেলকুচি উপজেলার তিয়াশিয়া গ্রামে রাস্তার পাশে ৭ বস্তা চাল পরিত্যাক্ত অবস্থায় পরে আছে- এমন সংবাদের ভিত্তিতে যেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে কে বা কারা চালগুলো ফেলে রেখে গেছেন তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেলকুটি,সরকারি চাল,চালের বস্তা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close