সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০২০

আর্থিক দৈন্যতায় ভুগছেন সুন্দরগঞ্জের কিন্ডারগার্টেন শিক্ষক-কর্মচারীরা

বেতন না পেয়ে আর্থিক দৈন্যতায় ভুগছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের নামে মাত্র বেতনভুক্ত শিক্ষক-কর্মচারীরা। পড়েছেন পরিবার নিয়ে চরম বেকায়দায়।

জানা গেছে, করোনা সংকটের কারণে সরকারি নির্দেশনায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মত উপজেলার সকল কিন্ডারগার্টেনগুলোও বন্ধ রয়েছে মার্চ মাসের ১৭ তারিখ থেকে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান- প্রাথমিক স্কুল, হাই স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ মার্চ মাসের বেতন-ভাতা পেলেও পাননি কেবল এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।

আর বেতন না পেয়ে অনেকেই তাদের দুর্দশার চিত্র সোস্যাল মিডিয়ায় তুলে ধরছেন। বিষয়টি এমন,'কাজ নেই তো বেতন নেই।'

নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন শিক্ষক জানান,' করোনা সংকটে কিন্ডারগার্টেনগুলো বন্ধ হওয়ায় মার্চ মাসের বেতন অনেকেই পাইনি। শিক্ষক হিসেবে লজ্জায় কিছু বলতেও পারি না আবার সইতেও পারি না। এ অবস্থায় পরিবার নিয়ে কষ্টকর জীবন যাপন করছি।'

এলাকার শিক্ষিত ও সচেতন মানুষকে বলতে শোনা যায়, 'শিক্ষার দিক থেকে আমাদের এ সুন্দরগঞ্জ উপজেলাটি বেশ উন্নত। আর এর পিছনে এসব কিন্ডারগার্টেন শিক্ষকের রয়েছে গুরুত্বপূর্ণ ভুমিকা। এটি অস্বীকার করার কোন সুযোগ নেই। তাই এ দুঃসময়ে মানবিক দিক বিবেচনা করে তাদের বেতন দেয়া হলে পরিবারের সদস্যদের মুখে অন্তত দু'বেলা খাবার তুলে দিতে পারবেন।'

তারা আরও বলেন, ' যেহেতু সরকার বই দিচ্ছেন এসব কিন্ডারগার্টেনে, শিক্ষকেরাও কারিকুলাম অনুযায়ী পাঠদান করাচ্ছেন, সুতরাং তাদের বেতনের পাশাপাশি অন্যান্য সুবিধাদি কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ যাতে নিশ্চিত করে সে ব্যবস্থা নেয়ার পদক্ষেপ কামনা করছি।'

বিষয়টি নিয়ে কয়েকজন কিন্ডারগার্টেন পরিচালকের সাথে কথা বলার চেষ্ট করেও তাদের পাওয়া যায়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুন্দরগঞ্জ,অর্থিক দৈন্যতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close