টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০২০

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কয়েক দফায় বাড়ানো বিজিএমইএ ও বিকেএমইএ’র নির্দেশনা অনুযায়ী তৈরি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে নির্দিষ্ট সময় কারখানা চালু রাখছেন কারখানা মালিকরা।

বেতন ভাতা পরিশোধ না করে শ্রমিক ছাটাইয়ের সংবাদ পেয়ে কারখানাটির প্রধান ফটকে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকার আলাউদ্দিন অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড কারখানায় সোমবার সকাল থেকেই শ্রমিকরা এ দাবি জানিয়ে বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানান, কয়েক সপ্তাহ ছুটি চলছে। পূর্বে নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ বেতন দেবার কথা থাকলে সকালে কারখানায় এসে প্রধান ফটকে বর্ধিত ছুটির নোটিশ দেখতে পান তারা। গত মার্চ মাসের বেতন বকেয়া থাকায় তারা এ বিক্ষোভ করছেন।

তবে কারখানা কর্তৃপক্ষ জানায়, কয়েক দিনের মধ্যে আমরা বেতন পরিশোধ করে দেবো ।

যোগাযোগ করা হলে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) এস আলম জানান, বেতন পরিশোধ করতে কারখানা মালিকের সঙ্গে কথা বলেছি। কয়েক দিনের মধ্যেই বেতন দেওয়া হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রমিক বিক্ষোভ,টঙ্গী,বেতন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close