লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১২ এপ্রিল, ২০২০

বৃদ্ধের মৃত্যু : লোহাগাড়ায় হাসপাতাল ও বাড়ি লকডাউন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতকানিয়ায় বৃদ্ধের মৃত্যুতে লোহাগাড়া সিটি হাসপাতাল, মোস্তাফা সিটি ভবন ও পদুয়ায় এক বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার দিবাগত রাত দেড়টায় সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে তৌছিফ আহমেদ এসব লকডাউন করেন।

জানা গেছে, সাতকানিয়া উপজেলার ইছামতিকুল এলাকায় শনিবার এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি মারা যাওয়ার কয়েকদিন আগে তার শরীর চেকআপ করেন লোহাগাড়া সিটি হাসপাতালের সুপারভাইজার নুর মুহাম্মদ। তার বাড়িও সাতকানিয়া। অপরদিকে, পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা হাসান বৃদ্ধের ছেলের দোকানে চাকরি করতো। এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক লোহাগাড়া সিটি হাসপাতাল, মোস্তাফা সিটি ভবন ও একটি বাড়ি লকডাউন করে দেন উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লকডাউন,বৃদ্ধের মৃত্যু,লোহাগাড়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close