জয়পুরহাট প্রতিনিধি

  ০৯ এপ্রিল, ২০২০

ক্ষেতলালে করোনা উপসর্গে তরুণের মৃত্যু

১০ বাড়ি লকডাউন

করোনা সংক্রমণের লক্ষণ নিয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পৌলুঞ্জ গ্রামের নির্দোষ চন্দ্র (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার বাড়িসহ আশপাশের ১০ বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মৃত নির্দোষ চন্দ্র ক্ষেতলাল উপজেলার পৌলুঞ্জ গ্রামের সুশিল বর্মনের ছেলে।

জানা গেছে, বগুড়ার একটি খাদ্য কারখানায় কর্মরত শ্রমিক নির্দোষ চন্দ্র গত ৮দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন।

বুধবার রাতে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ অবস্থায় তাকে ক্ষেতলালে তার গ্রামের বাড়িতে রেখে যায়। পরে তার ডায়রিয়া শুরু হলে হাসপাতালে নেয়ার পথে বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। পরে পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান বলেন, মৃত ওই তরুণ যে ৯ টি বাড়ির লোকজনের সংস্পর্শে এসেছিলেন সেসব বাড়ি লকডাউন করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা ‍উপসর্গ,জয়পুরহাট,করোনায় মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close