লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৮ এপ্রিল, ২০২০

লকডাউনে থাকা পরিবার পালিয়ে লোহাগাড়ায়, বাড়ি লকডাউন

চট্টগ্রাম মহানগরীর বহদ্দার হাট এলাকায় লকডাউনে থাকা ৪ সদস্যের ভাড়াটিয়ারা বাসা থেকে কৌশলে লোহাগাড়ায় নিজ বাড়িতে চলে আসায় বাড়িটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার সকালে ওই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ বাড়িটি লকডাউন করে দেন।

জানা যায়, চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট এলাকায় নাজির কমিশনারের বিল্ডিং করোনায় আক্রান্তে একজনের মৃত্যু হলে উক্ত ভাড়াটিয়া বিল্ডিং লকডাউন করে দেন। সেখানে ভাড়াটিয়া বাসায় থাকতেন লোহাগাড়ার রশিদার পাড়ার ইদ্রিসসহ পরিবারের ৪সদস্য। তারা চট্টগ্রামের বাসা থেকে কৌশলে তাদের নিজ বাড়িতে চলে আসেন।

খবর পেয়ে রশিদার পাড়াস্হ বাড়িটি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ।

তাৎক্ষণিক তাদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার প্রদান করা হয়।

এসময় উপস্হিত ছিলেন কক্সবাজার ১০পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট এনায়েত কবির, লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ মাহফুজ।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ লকডাউন করার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার রশিদার পাড়া একই পরিবারের ৪জন চট্টগ্রাম নগরীতে বহদ্দার হাট এলাকায় ভাড়াটিয়া বাসায় থাকতেন। ওই বিল্ডিং লকডাউন থাকা অবস্হায় গত ২দিন পুর্বে তারা কৌশলে বাড়িতে চলে আসে। আমরা খবর পেয়ে বাড়িটি লকডাউন করে দিই।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লকডাউন,লোহাগাড়া,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close