গাজীপুর প্রতিনিধি

  ০৭ এপ্রিল, ২০২০

গাজীপুর সিটিতে চলাচলে নিয়ন্ত্রণ আরোপ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানী ঢাকার মতো গাজীপুর সিটির করপোরেশন (৫৭টি ওয়ার্ড) এলাকায় মানুষের প্রবেশ-বাহির ও চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মেট্টাপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন এ তথ্য জানান ।

তিনি বলেন, আমরা বিনা প্রয়োজনে-অকারণে মানুষকে এখন চলাচল করতে দিচ্ছি না। অন্য জায়গা থেকে সিটি করপোরেশন এলাকায় আসা-যাওয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে। দোকানপাটগুলো যেন নির্দেশিত সময়ের মধ্যেই বন্ধ করে দেয়। মানুষ যেন বিনা প্রয়োজনে বাইরে না বের হয়। এগুলো নিশ্চিত করা হচ্ছে।

ইতোমধ্যে এগুলো বারবার বলা হয়েছে। অনেকেই তা মানছেন না। এ গুলো মানানোর জন্য পুলিশ কাজ করছে।

জানা গেছে, ইতোমধ্যে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর, বিআরটিসি অফিসের সামনে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, বোর্ডবাজার, গাজীপুরা, টঙ্গী বাটা গেট এলাকায়, ঢাকা-গাজীপুর সড়কের জয়দেবপুর শিববাড়ি মোড়, টঙ্গী-ঘোড়ারশাল সড়কের মীরেরবাজার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় প্রভৃতিস্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

একইসঙ্গে গাজীপুর সিটির সব এলাকায় এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তৎপর রয়েছে পুলিশ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,গাজীপুর সিটি,চলাচল নিয়ন্ত্রণ,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close