পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

  ০৭ এপ্রিল, ২০২০

পাথরঘাটায় সামুদ্রিক মাছের পাইকারি বাজার অচলাবস্থা

ফাইল ছবি

করোনার প্রভাবে প্রায় অচল সামুদ্রিক মাছের পাইকারি বাজার বরগুনার পাথরঘাটা বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র। পরিবহন সঙ্কটে মাছ কিনছেন না পাইকাররা। প্রতিদিন এই বাজারে লাখ লাখ টাকার মাছ বিক্রি হয়। করোনার কারণে এ কেন্দ্রে এখন আর পাইকার খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে লোকসানে দিশেহারা মৎস্য ব্যবসায়ীরা।

গত কয়েকদিন ধরে সাগর থেকে জেলেরা ট্রলার নিয়ে ঘাটে ফিরে মাছ বিক্রি করতে পারছে না। পাইকার না থাকায় মাছ বেচাকেনায় ধস নেমেছে অবতরণ কেন্দ্রটিতে।

ব্যবসায়ীরা জানান, এখন ইলিশ মৌসুম না হলেও সাগর ও স্থানীয় নদ-নদীতে কম বেশি ইলিশসহ নানা ধরনের সামুদ্রিক মাছ ধরা পড়ছে। প্রতিদিন ইলিশসহ কয়েশ মন সামুদ্রিক মাছ বিক্রি হয় এ অবতরণ কেন্দ্রে। কিন্তু গত কয়েকদিন ধরে করোনায় পরিবহন সঙ্কট দেখা দেয়। এ কারণে মাছ কিনতে আসছেন না পাইকাররা। এতে সব ধরনের সামুুদ্রিক মাছের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। আগে যে ইলিশের মণ ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি হতো, তা এখন বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ হাজার টাকায়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সামুদ্রিক মাছ,পাথরঘাটা,লোকসান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close