উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

  ০৭ এপ্রিল, ২০২০

উজিরপুরে ৫ বাড়ি লকডাউন

বরিশালের উজিরপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের কালির বাজার এলাকায় ৫টি বাড়ি করোনা সন্দেহে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস ওই এলাকায় গিয়ে লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেন।

উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা শওকত আলী জানিয়েছেন, তিনি সংবাদ পেয়ে কালির বাজার এলাকায় এক রোগীর চিকিৎসা করতে গিয়ে করোনা আক্রান্তর লক্ষণ পাওয়ায় তাকে ও তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।

জানা যায়, পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের রাখালতলা গ্রামের আবদুল রশিদ বেপারী কয়েকদিন আগে পাকিস্তান থেকে ঢাকায় আসেন। সেখান থেকে জ্বর, স্বর্দি ও কাশি নিয়ে বাড়িতে আসার পর গ্রামে আতংক ছড়িয়ে পড়লে তার বাড়িসহ আশপাশের ৫টি বাড়িতে লাল পতাকা টানিয়ে লকডাউন করে প্রশাসন।

উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী জানান, পৌরসভার পক্ষ থেকে এসব পরিবারকে পর্যাপ্ত চাল, ডাল, আলুসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উজিরপুর,খাদ্যসামগ্রী,লকডাউন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close