ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২০

ধামরাইয়ে ৪ জনের নমুনা পরীক্ষায় করোনা মেলেনি

ঢাকার ধামরাই উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছিল। ৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তবে তাদের কারও মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধামরাই উপজেলাই বিদেশফেরত ১২৫জন হোম কোয়ারেন্টাইনের মধ্যে বর্তমানে ১০১জন হোম কোয়ারেন্টাইনে এবং হাসপাতালে একজন আইসোলেশনে আছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

উপজেলাবাসীর উদ্দেশে তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে ধামরাই উপজেলাবাসি যখন শস্কিত, তখন তাদের সাহস যোগাতে এবং করোনা রোধে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসনসহ, সেনাবাহী, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন।

তাই আমাদের উচিত সরকারের দেওয়া নির্দেশনা পালন করা এবং প্রত্যেককে হোম কোয়ারেন্টাইন মেনে এবং সামাজিক দূরুত্ব বজায় রেখে চলাফেরা করা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধামরাই,করোনা সন্দেহ,করোনাভাইরাস,হোম কোয়ারেন্টাইন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close