নওগাঁ প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২০

সরকারি সহায়তার দাবি

পোলট্রি মুরগি নিয়ে বিপাকে রাণীনগরের খামারিরা

করোনাভাইরাসের কারণে নওগাঁর রাণীনগর উপজেলার শতাধিক খামারি তাদের পোলট্রি মুরগি নিয়ে চরম বিপাকে পড়েছেন। অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না এসব পোলট্রি মুরগি।

এতে করে পুঁজি হারিয়ে পথে বসতে শুরু করেছে খামারিরা। তাই কৃষির মতো এই পোলট্রি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য এই সংকটময় সময়ে সরকারের কাছে ভর্তুকি ও সহায়তা কামনা করেছেন তারা।

জানা গেছে, যান চলাচল বন্ধ থাকার কারণে এই মুরগিগুলো বাজারজাত করা যাচ্ছে না। যে মুরগি আগে ১১৫-১২০ টাকা কেজি বিক্রি হতো, বর্তমানে ৬০-৭০ টাকা কেজিতেও কেউ কিনছেন না। যার কারণে বাধ্য হয়েই মুরগি খামারে রাখতে হচ্ছে। এতে খাবার ও ওষুধ বেশি লাগছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হেলাল হোসেন বলেন, করোনার কারণে লোকসানে পড়া খামারিদের ভর্তুকি ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। তবে এই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করবো।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খামারি,রাণীনগর,পোলট্রি মুরগি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close