চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২০

করোনার উপসর্গ নিয়ে কিশোরী আইসোলেশনে

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরী চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছে। রোববার রাত ১১টায় তাকে ভর্তি করা হয়। বয়স ১৩।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, ওই কিশোরী জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রোব বার হাসপাতালে চিকিৎসা নিতে আসে। করোনার উপসর্গের সঙ্গে তার রোগের লক্ষণ মিলে যাওয়ায় হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ওই কিশোরী চারঘাট উপজেলার স্থানীয় বাসিন্দা। সম্প্রতি বিদেশ বা ঢাকাফেরত কারও সংস্পর্শে যায়নি। তবে আরও খোঁজ নেওয়া হচ্ছে।

এদিকে চারঘাটের কালুহাটি কালিতলা গ্রামে করোনা সন্দেহে একই পরিবারের ২৭ জন সদস্য কোয়ারেন্টাইনে রয়েছে। তাদের মধ্যে ঢাকাফেরত তিনজনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইসোলেশন,চারঘাট,কিশোরী,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close