reporterঅনলাইন ডেস্ক
  ০৫ এপ্রিল, ২০২০

বাগেরহাটে আইসোলেশনে ৩ জন

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে আরও এক পুলিশ সদস্যসহ দুইজনকে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নড়াইলে কর্মরত ৩০ বছর বয়সি এক পুলিশ সদস্য জ্বর, সর্দি ও কাশি নিয়ে শনিবার সকালে জেলার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে আইসোলেশনে রাখা হয়।

এছাড়া একই দিন বিকালে ৫টায় করোনা আক্রান্ত সন্দেহে বাগেরহাট সদর উপজেলার ৪২ বছর বয়েসি এক নারীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট তিনজন আইসোলেশনে। এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে, এখন পর্যন্ত জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

এর আগে বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে বাগেরহাটে কর্মরত অপর এক পুলিশ সদস্যকে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি এখনো হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন।

এসব তথ্য প্রতিদিনের সংবাদকে নিশ্চিত করেছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে.এম. হুমায়ুন কবীর।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইসোলেশন,বাগেরহাট,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close