সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৪ এপ্রিল, ২০২০

সাতকানিয়ায় ১২ পরিবার লকডাউনে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৪ বাড়ির ১২টি পরিবারকে লকডাউন করে দিয়েছে প্রশাসন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর এ আলম পুরানগড়ের এ বাড়িগুলো লকডাউন করে দেন।

এদিকে, চট্টগ্রাম নগরে প্রথম একজনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া ব্যক্তির আত্মীয়ের বাড়িসহ আশেপাশের পরিবারগুলো লকডাউনে রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই বাড়ির সদস্যদের বাহিরে না যেতে নির্দেশ দিয়েছেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর এ আলম জানান, চট্টগ্রাম নগরে করোনা সংক্রমণ পাওয়া ব্যক্তির সঙ্গে লকডাউন করা বাড়ির একজন সদস্য সৌদি আরবে গিয়েছিলেন। তারা একে অপরের আত্মীয় হন। গত মাসে তারা এক সঙ্গে দেশে আসেন।

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ওই মহিলার গ্রামের বাড়িসহ ১২ পরিবার লকডাউন করা হয়েছে। লকডাউনে থাকা ব্যক্তিরা কোনো ধরণের চিকিৎসা লাগলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদের চিকিৎসার বিষয়টি দেখবেন।

তাদের বাড়িগুলোতে লাল পতাকা টাঙানো হয়েছে। লকডাউন করা বাড়ি পুলিশের নজরদারিতে থাকবে বলেও তিনি জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতকানিয়া,লকডাইন,করোনাভাইরাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close