চকরিয়া (কক্সবাজারে) প্রতিনিধি

  ০৩ এপ্রিল, ২০২০

চকরিয়ায় উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা

কক্সবাজারের চকরিয়ায় ১৮ ইউনিয়ন ও পৌরসভায় সরকারের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশের মতো নিরলসভাবে কাজ করছে উপজেলা প্রশাসন। এরই আলোকে মাঠ পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের তত্বাবধানে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা একযোগে কাজ করছে।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কে ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনা সংক্রমণে সরকারের নির্দেশনা অমান্য করায় বিভিন্ন অপরাধে ৩০ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জয়নাল আবেদীন, চকরিয়া থানার এএসআই খায়রুলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জরিমানা,চকরিয়া,অভিযান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close