বাগেরহাট প্রতিনিধি

  ০২ এপ্রিল, ২০২০

বাগেরহাটে করোনা সন্দেহে আইসোলেশনে পুলিশ সদস্য

বাগেরহাটে করোনায় আক্রান্ত সন্দেহে ২২ বছর বয়সী এক পুলিশ সদস্যকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সর্দিজ্বর ও কাশি নিয়ে ওই পুলিশ সদস্য হাসপাতালে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত সর্তকতা অবলম্বন ও পর্যবেক্ষণের জন্য তাকে আইসোলেশনে ভর্তি করে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট শহরের ওই পুলিশ সদস্য গত ৭ দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে অতিরিক্ত সতর্কতায় তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

এরইমধ্যে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না জানা যাবে।

এর আগে করোনা সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে ৩ জন এবং জেলার শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন আইসোলেশনে ছিলেন। তবে তাদের শরীরে করোনা শনাক্ত না হওয়ায় তারা সবাই নিজ বাড়িতে অবস্থান করছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাগেরহাট,আইসোলেশন,সর্দিজ্বর,পুলিশ সদস্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close