reporterঅনলাইন ডেস্ক
  ০১ এপ্রিল, ২০২০

চট্টগ্রামে আইসোলেশনে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সর্দিজ্বর নিয়ে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হলেও চট্টগ্রামে সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বিষয়টি বিকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মৃত কিশোরের বাড়ি কক্সবাজার জেলায়। গত মঙ্গলবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তির আগে সে কক্সবাজার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, ‘কক্সবাজার সরকারি হাসপাতাল থেকে এক কিশোরকে গতকাল রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরইমধ্যে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এই কিশোরের বিদেশফেরত কারো সংস্পর্শে থাকার ইতিহাস পাওয়া যায়নি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,আইসোলেশন,কিশোরের মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close