আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০২০

আমতলী থানার ওসির বিরুদ্ধে অভিযোগ দাখিল

বরগুনার আমতলী থানায় পুলিশি হেফাজতে শানু হাওলাদারের মৃত্যুর ঘটনায় আমতলী থানার প্রত্যাহার হওয়া ওসি আবুল বাশারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বরগুনার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন (পিপিএম)-এর কাছে লিখিতভাবে অভিযোগ দাখিল করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান সোমবার এ অভিযোগ দাখিল করেছেন। নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩-এর ৬ ও ৭ ধারা মোতাবেক এ অভিযোগ দেওয়া হয়েছে। গত ২৬ মার্চ আমতলী থানা হেফাজতে হত্যা মামলার সন্দেহভাজন আসামি শানুর রহস্যজনক মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ বলছে, শানু আত্মহত্যা করেছেন। আর শানুর পরিবারের দাবি, পুলিশ হত্যা করে লাশ ঝুলিয়ে আত্মহত্যার কথা বলছে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আমতলী,রহস্যজনক মৃত্যু,ওসি আবুল বাশার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close