কুড়িগ্রাম প্রতিনিধি

  ৩০ মার্চ, ২০২০

কুড়িগ্রামে নতুন ৬ জনসহ হোম কোয়ারেন্টাইনে ৬৯

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ৬ জনসহ ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ২৫৭ জনের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, জেলার ৯ উপজেলায় মোট ৫৪০ জন বিদেশফেরত প্রবাসী রয়েছেন। এদের মধ্যে ৩২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হয়েছে।

সোমবার কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তারা সকলে সুস্থ রয়েছেন। করোনা মোকাবিলার প্রস্তুতি হিসেবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কুড়িগ্রাম জেলার জন্য ১৬৮৫ পিপিইসহ মাস্ক ও গ্লাভস পেয়েছি। যা জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিতরণ করা হয়েছে।

তিনি জানান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ১০টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আরও ৪০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নতুন ভবনে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুড়িগ্রাম,হোম কোয়ারেন্টাইন,করোনা মোকাবিলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close