সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ৩০ মার্চ, ২০২০

সুন্দরগঞ্জে মিলছে না হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার

গাইবান্ধার সুন্দরগঞ্জে কোনো ধরণের হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার, ডেটল ও স্যাভলন পাওয়া যাচ্ছে না। যদিও রোবরার থেকে দু-একটি ফার্মেসিতে জিসকার স্যানিটাইজার ‘কেয়ার-অন’ সীমিত পরিমাণে পাওয়া যাচ্ছে, তবে দাম বেশি। ২০০ মিলির এ স্যানিটাইজারের দাম ২২৫ টাকা।

করোনা সংক্রমণরোধে সচেতনতার জন্য মাস্ক ও জীবাণুনাশক স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগ থেকে। কিন্তু কোনো বাজারেই মিলছে না হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার। এগুলো না পেয়ে হতাশায় পড়েছেন স্থানীয়রা।

এদিকে, বিভিন্ন বাজারে মাস্ক পাওয়া যাচ্ছে বটে, কিন্তু দাম হাকা হচ্ছে বেশি। নিরুপায় মানুষ দাম বেশি হলেও কিনছেন এসব মাস্ক।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, করোনা সংকটের কারণে গত দিন দশেক থেকে কোনো কোম্পানি এসব সরবরাহ করছেন না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোনালেন আশার বাণী। তিনি বলেন, সাবান দিয়ে হাত ধুলেও সমস্যা নেই। তবে বারবার হাত ধোয়াসহ জনসমাগম এড়িয়ে চলতে হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুন্দরগঞ্জ,হ্যান্ডওয়াশ,স্যানিটাইজার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close