কুষ্টিয়া প্রতিনিধি

  ৩০ মার্চ, ২০২০

কুষ্টিয়ায় ১ ব্যক্তির মৃত্যু, বাড়ি লকডাউন

কুষ্টিয়ার চৌড়হাসে ৪০ বছর বয়সী এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। গত তিনদিন ধরে তিনি শ্বাসকষ্ট, সর্দি ও গলাব্যথা অনুভব করছিলেন। সোমবার সকালে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমল ছিল কিনা তা নিশ্চিত নই। তবে পরিবারের কাছ থেকে জানা গেছে, তিনি শ্বাসকষ্ট, জ্বর-সর্দি গলাব্যথা অনুভব করছিলেন। মরদেহ হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে। তবে মরদেহ কিভাবে দাফন হবে তা আইইডিসিআর সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হোসেন চৌধুরী জানান, খবর পাওয়ার পরেই আমরা মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছি। সেই সাথে ওই এলাকায় জনগণের চলাচল সীমিত করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,লকডাউন,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close